পঞ্চগড় পৌর কৃষকলীগের সভাপতি আকতারুন নাহার সাকির বোন আওয়ামী লীগের দোসর আমিনুন্নাহার পিয়া ও সদর উপজেলা মহিলা লীগের সদস্য সচিব নাঈমা আক্তার মনিকে জয়িতা সন্মাননা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পঞ্চগড়ে জেলা পর্যায়ে পাঁচ নারী জয়িতাকে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
নির্বাচিত জয়িতা আমিনুন্নাহার পিয়া দূর্নীতিগ্রস্ত সংস্থা 'পরস্পর' এর ব্যবস্থাপক। সম্প্রতি ২০ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশিত হয়েছিল সংস্থাটির বিরুদ্ধে।
জেলার জয়িতারা হলেন শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকার মেহেরুন নেহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পঞ্চগড় পৌর শহরের রৌশনাবাগ এলাকার খাদিজা আকতার, সফল জননী নারী পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় মেহেন ভিটা এলাকার নুর জাহান বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার আমিনুন্নাহার পিয়া, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের হেদায়াতপুর ডাঙ্গাপাড়া এলাকার তারা মনি।
উপজেলা পর্যায়ে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা সন্মাননা পেয়েছেন নাঈমা আক্তার মনি। আমিনুন্নাহার পিয়া ও নাঈমা আক্তার মনিকে জয়িতা নির্বাচনের জন্য প্রত্যয়ন দিয়েছে উপজেলা বাছাই কমিটির পক্ষে সাবেক জেলা কৃষকলীগের সহ সভাপতি মোখলেছুর রহমান মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।
এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে বার বার ফোন করা হলেও ধরেননি।
আপনার মতামত লিখুন :