Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

নবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ৯, ২০২৪, ১০:৫৭ পিএম নবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় একটি র‌্যালি শেষে নবাবগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
নবাবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুজহাত তাসনীম আওন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মাছুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, থানার অফিসার ইনচার্জ ওসি আঃ ওয়াদুদ, ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা যুব কর্মকর্তা মো: এনামুল হক, উপজেলা মৎস্য অফিসার মো. হানিফ সরকার, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমান, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুজহাত তাসনীম আওন বলেন, বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
শেষে ৫ জন জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

Side banner