চট্টগ্রামের লোহাগাড়ায় সকল ইউনিয়নের ইউপি সদস্য ও মহিলা সদস্য এবং গ্রাম পুলিশদের নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে থানার কম্পাউন্ডে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জনসাধারণের দ্বারগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে লোহাগাড়া থানা পুলিশ বদ্ধপরিকর।
পুলিশের আইনগত কার্যক্রমের গতিশীলতা আরো বৃদ্ধি করতে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন দমন সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। ওসি আরিফুর রহমান আরও বলেন, ডাকাতি, চুরি বন্ধে থানা পুলিশ কাজ করছে, এলাকার জনপ্রতিনিধিদের কে সোচ্ছার হতে হবে।
এলাকার অপরাধ আমি একার পক্ষে সম্ভব নয়, আপনাদের সকলের আন্তরিকতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। স্ব স্ব এলাকায় বিভিন্ন পয়েন্টে পাহারার ব্যবস্থা থাকলে সুযোগ সন্ধানিরা তাদের কুমতলবে ব্যর্থ হবে। তারা তাদের অপকর্ম চালাতে পারবেনা।
এ সময় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুবিন, উপজেলার ৯ ইউনিয়ন থেকে প্যানেল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ এবং গ্রাম পুলিশের সদস্যরা ও থানা পুলিশের কর্মরত সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :