Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
জামালপুরের এসপি রফিকুল ইসলাম

সবাই মিলে কাজ করলে আমরা দেশটাকে বদলাতে পারবো


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১৭ পিএম সবাই মিলে কাজ করলে আমরা দেশটাকে বদলাতে পারবো

সবাই মিলে কাজ করতে পারলে আমরা দেশটাকে বদলাতে পারবো। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় সরিষাবাড়ী থানা চত্বরে গ্রাম পুলিশের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম একথা বলেন। 
জেলা পুলিশ সুপারের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া। 
প্রচণ্ড শৈত্যপ্রবাহ পড়ায় গ্রাম পুলিশদের কষ্টের কথা চিন্তা করে উপজেলার আটটি ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, প্রচণ্ড শৈত্যপ্রবাহ পড়ায় গ্রাম পুলিশের কষ্টের কথা চিন্তা করে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সরিষাবাড়ী থানার এসআই সুমন আহমেদ। 
সাতপোয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, শীত বস্ত্র পাইয়া ভালাই হইলো এখন আর জারে কষ্ট করণ লাগবো না।

Side banner