Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশনায় 

গুঁড়িয়ে দেওয়া হল সাঘাটার ৪১টি কয়লার চুল্লি


দৈনিক পরিবার | শাহিন নুরী ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:৩৬ পিএম গুঁড়িয়ে দেওয়া হল সাঘাটার ৪১টি কয়লার চুল্লি

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নির্দেশনায় কাঠ কয়লার কারখানায় প্রশাসন অভিযান চালিয়েছে। গাইবান্ধা জেলাকে পরিচ্ছন্ন নগরী ও পরিবেশ সম্মত উপযোগী নগরী করতে বদ্ধপরিকর গাইবান্ধা জেলা প্রশাসন। প্রতিনিয়ত পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন গাইবান্ধা জেলা প্রশাসন। 
শনিবার (৭ ডিসেম্বর) জেলার সাঘাটা উপজেলার কাঠ কয়লা অবৈধ কারখানার বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক অবগত হলে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন অভিযান পরিচালনার জন্য। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সাঘাটায় কাঠ কয়লার অবৈধ কারখানায় সাঘাটা উপজেলা প্রশাসন অভিযান চালায়। গুড়িয়ে দেয়া হয় বিভিন্ন কারখানার ৪১টি চুল্লী। স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় জনগণ। 
শনিবার সকাল সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়াসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গড়ে তোলেন কাঠ কয়লার কারখানা। এই সব কারখানার নেই কোন সরকারি অনুমোদন, নেই পরিবেশের ছাড়পত্র। এর পরও অর্থের দাপটে আইনকে গাইন বানিয়ে চালানো হচ্ছিল এসব কারখানা। এর কালো ধোঁয়া আর পোড়া মাটির গন্ধে দুষিত হচ্ছিল পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছিল গাছপালাসহ কৃষিজমির ফসল।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী জানান, কামালের পাড়া ইউনিয়নের বাঙালি নদীর ধারে চুকুলী ও বাঙ্গাবাড়ী গ্রামের স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে । 
উক্ত কয়লার কারখানার উৎপন্ন ধোয়ার কারণে বসবাসরত বাসিন্দাদের সর্দি-কাশি-ব্রংকাইটিসসহ নানা রোগ ব্যাধি দেখা দিয়েছে। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। গৃহপালিত পশুপাখি মারা যাচ্ছে। সাঘাটা নির্বাহী কর্মকর্তা আরো জানান আমরা বারবার অভিযান চালিয়েছি একটু সুযোগ পেলেই আবার নতুন করে তারা আবার  গড়ে তুলে চুল্লি আর এই বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক স্যার এর নজরে আসলে আমাদের সাঘাটা  উপজেলা প্রশাসনকে আরও তৎপর হয়ে পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক স্যারের  নির্দেশনায় ফায়ার সার্ভিস, সাঘাটা থানার পুলিশ ও ছাত্র সমন্বয়কদের সহযোগিতায় এবং স্থানীয় জনতার উপস্থিতিতে ৪১ টি কাঠ পুড়িয়ে কয়লার তৈরির চুল্লী ধ্বংস করা হয়েছে।

Side banner