Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে শার্শা প্রশাসনের প্রস্তুতিসভা


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন ডিসেম্বর ৫, ২০২৪, ০২:২৮ পিএম বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে শার্শা প্রশাসনের প্রস্তুতিসভা

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের মত এ বছরও যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করা হবে। 
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ প্রশাসনিক সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান। সভায় সহযোগিতা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
সভায় আরও অংশ নেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস, বেনাপোল পোর্টথানার সেকেন্ড অফিসার, স্থানীয় বিজিবি কর্মকর্তা, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা ও আনসার কর্মকর্তাগণ।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক খায়রুজ্জামান মধু, জামায়াত নেতা আজিজুর রহমান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কগণ।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গভীর শ্রদ্ধা সহকারে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে থাকবে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিস্থলে সম্মান প্রদর্শন ও দোয়া, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজন, বিজয় মেলা সহ নানা আয়োজনে বিজয় দিবস উদ্ যাপন করা হবে।

Side banner