বগুড়ার সোনাতলায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রসাশন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক।
এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন ,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জামায়াতের সহ-সভাপতি এনামুল হক মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার রবিউল ইসলাম, আনছার ভিডিপি কর্মকর্তা সেতারা রওশন জাহান, মৎস সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, আনছার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার রুহুল আমিন, সমবায় অফিসার অপূর্ব চন্দ্র দাস, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু শাহীন, পিএমবির ব্যবস্থাপক ইব্রাহিম আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লিপিকা রানী বাসুনীয়া, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিনুর ইসলাম, পাকুল্যা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রনি, যুবদল নেতা মৃনাল চন্দ্র ঘোষ, সাংবাদিক বিকাশ স্বর্ণকার, মোশাররফ হোসেন মজনু প্রমুখ।
এ ছাড়াও এ অনুষ্ঠানে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ বিএনপি ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :