Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়: জেলা প্রশাসক মফিজুল ইসলাম


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী, পাবনা প্রতিনিধি ডিসেম্বর ৩, ২০২৪, ০৭:৩৬ পিএম প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়: জেলা প্রশাসক মফিজুল ইসলাম

পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে পারলে তারা দেশের সম্পদে পরিণত হবে।
সোমবার (৩ ডিসেম্বর) ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ কথা বলেন। 
দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ৩৫ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারহানা তাজ, প্রতিবন্ধি ছানোয়ার হোসেন প্রমুখ।

Side banner