Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

খোকসায় ফুটপাত দখল অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা


দৈনিক পরিবার | মো. সবুজ আলী ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:৫০ পিএম খোকসায় ফুটপাত দখল অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া খোকসায় অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন। 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে খোকসা বাজারে এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে বিভিন্ন দোকান ব্যবসায়ী সামনে তাদের পণ্য রেখে দেওয়ার কারণে পথচারীদের আসা-যাওয়ায় ব্যাঘাত ঘটে এবং যান চলা চলে বাধা সৃষ্টি করে। 
এ সময়ে তিনি ব্যবসায়ীদেরকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে শাহিন হোসেন, গোলাম সারোয়ার, রবিউল ইসলাম। এ সময় তিনি ব্যবসায়ীদেরকে সতর্ক করেন। 

Side banner