Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করায় এক লাখ টাকা অর্থদণ্ড


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন নভেম্বর ২৭, ২০২৪, ১০:২৬ পিএম নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করায় এক লাখ টাকা অর্থদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জে নীতিমালা ভঙ্গ করে বালু উত্তোলন করায় ইজারাদারকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা তুরাব হোসেন। 
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় করতোয়া সেতুর পূর্ব-দক্ষিণ দিকে বালু উত্তোলন ও পরিবহনের সময় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় বালু ভর্তি ৬টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা তুরাব হোসেন বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ এর খ ধারা অনুযায়ী ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বালু উত্তোলনের জায়গা থেকে নিকটেই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ইজারাদারকে সতর্ক করা হলেও বালু উত্তোলন অব্যাহত ছিল বলে জানায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র।

Side banner