পঞ্চগড়ের দেবীগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দের সাথে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় তিনি দায়িত্ব পালনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তুরাব হোসেন, দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লুৎফুল কবির, উপজেলা কৃষিবিদ কর্মকর্তা নাঈম মোর্শেদ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, চেয়ারম্যানবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায় প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আমি আমার সাধ্যনুযায়ী সরকারের নিয়মনীতি অনুসরণ করে এ উপজেলার সকল কল্যানে কাজ করার চেস্টা করব। সেক্ষেত্রে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :