Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় খাস জমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২৪, ০৮:৪৮ পিএম ঝিকরগাছায় খাস জমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন

যশোরের ঝিকরগাছায় খাসজমি উদ্ধারে মাঠে নেমেছে প্রশাসন। দীর্ঘদিন দখলে থাকা সরকারি এসব সম্পত্তি উদ্ধারে উপজেলা প্রশাসন এবার নড়েচড়ে বসেছে। ইতোমধ্যে বেশ কিছু অপদখলীয় খাস জমি উদ্ধারে সফল হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। খাস জমি উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবর দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের ১০৯ নং করিমালী মৌজার ১নং খতিয়ানের ৬৩৮ দাগের ২৭শতক সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দ্দেশে সরকারী খাসজমি উদ্ধারে চলমান অভিযান অব্যহত থাকব। খাসজমি উদ্ধারে দখলকারের কোন বাধাবিপত্তির মুখোমুখি হচ্ছেন কিনা! এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে খাশজমি সরকারের অনুকুলে উদ্ধার অভিযানে নেমেছি। এ ব্যাপারে কারও কোন আপত্তি থাকলে আদালত অথবা ভুমি অফিসের সাথে আলোচনার সুযোগ রয়েছে। 
এসময় উপস্থিত ছিলেন, থানার এস আই পলাশ হোসেন, নাভারন ইউনিয়নের নায়েব ফারভিন নাহার, সাবেক নায়েব সালমা খাতুন, সার্ভেয়ার ফিরোজ আলম, পেশকার তৌফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।

Side banner