লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থানার আয়োজনে, থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকাল ১ টার দিকে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা, সহকারী পুলিশ সুপার বি-সার্কেল জয়েন্ত কুমার সেন, উপজেলা বিএনপির আহ্বায়ক: জাহাঙ্গীর আলম, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার, উপজেলা জামাতি আমির রুহুল আমিন, উপজেলা জামাতি ইসলামের সাধারণ সম্পাদক: জয়নাল আবেদীন সহ আরও অনেকে।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া,গরু চোরাচালান, কেসিনো জুয়া,অনলাইন জুয়া সহ আরও বিভিন্ন সমস্যা সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে আছে থাকবে ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :