Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কাউনিয়ায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত


দৈনিক পরিবার | সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি নভেম্বর ১৬, ২০২৪, ১১:২৬ পিএম কাউনিয়ায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের আয়োজনে বিট ভিত্তিক ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় কাউনিয়া থানা চত্তরে অফিসার ইনাচর্জ এস এম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছা: রাজিয়া সুলতানা। 
ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারণ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি'র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োাজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক আতিকুল ইসলাম সোহাগ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রওশনারা রত্না, উপজেলা জামায়াতে আমির আব্দুস সালাম,বালাপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহজাহান মিয়া,যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম,মানিক সরকার, রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মন্ডল, সদস্য সচিব  সেকেন্দার আলী বিএসসি, কুর্শা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক,মধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোমিন,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শফিউল আলম মুক্তি, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন,যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুম পারভেজ, সাংবাদিক সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম জসিম,মোকছেদ সহ উপজেলায় কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সংশ্লিষ্ট বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ ও বিভিন্ন সেবা প্রত্যাশী ব্যক্তিগণ।

Side banner