Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

তালতলীতে জাতীয় সমবায় দিবস পালিত


দৈনিক পরিবার | কাওসার হামিদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি নভেম্বর ২, ২০২৪, ০৩:৩৩ পিএম তালতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে পায়রা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মঈনুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা উপ-সহকারী নিবন্ধক মোঃ জগলুল হায়দার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুর রহমান, তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাও. ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ। 
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Side banner