কুড়িগ্রামের চিলমারীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার(ভারঃ) সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা। উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষা কর্মকর্তা, স্থানীশ সরকারের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাথমিক কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নুসরাত সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নঈম উদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিএনপি উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়েত ইসলামীর, ভারপ্রাপ্ত আমীর, অধ্যাপক নুর আলম মুকুল, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, নাজমুল হুদা পারভেজ, সাওরাত সোহেল, মনিরুল আলম লিটু, এস এম নুরুল ইসলাম সরকার, আলমগীর হোসেন, মমিনুল ইসলাম বাবু, রিয়াদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আখতারুজ্জামান আসিফ, মিজানুর রহমান মিজান, এসএম রাফি, বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সাব্বির মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সেবা, কৃষি, বাল্যবিবাহ, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ করার বিষয়ে আস্বাস দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য বলেন। মতবিনিময় শেষে রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে এবং চিলমারীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং চিলমারীর উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করেন।
আপনার মতামত লিখুন :