গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরাতন বাজার সরেজমিনে মনিটরিং করলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার সময় গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বাজার মনিটরিং এ আসে। তার সঙ্গে মনিটরিং এ ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ক্যাবের সভাপতি কে এম রেজাউল হক, চেম্বার অব কমার্সের সভাপতি মাকসুদার রহমান শাহান, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ান, আনসার সহ ভোক্তা অধিকার এর কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক শাহাবুল শাইন তোতা, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক জান্নাতুল ফেরদাউস জুয়েল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শাহিন নূরী, বাংলাভিশনের সাংবাদিক ফিরোজ কবির মিলন সহ আরও অনেকে।
চৌধুরী মোয়াজ্জম আহমদের নির্দেশনায় ক্রমাগত বাজার মনিটরিং করার পরে বাজার ব্যবস্থাপনা সহ দ্রব্যমূল্যের বাজারে ফিরে এসেছে স্বস্তি। মঙ্গলবার পাইকারি বাজারসহ খুচরা পর্যায়ের বাজার পরিদর্শন করলে মেলেনি কোন অনিয়ম কাউকে করা হয়নি কোন জরিমানা। শৃঙ্খলা ফিরেছে বাজারে স্বস্তি ফিরেছে জনমনে।
গাইবান্ধার জেলা প্রশাসক সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সবার সহযোগিতায় গাইবান্ধা জেলায় বাজার সহ সব সেক্টরে পরিবর্তন আনা সম্ভব। আপনারা সহযোগিতা করেন তাহলে গাইবান্ধায় একটি আইডিয়াল জেলায় পরিণত করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :