মেহেরপুরের গাংনীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভা করেছেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো: হুসাইন শওকত।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪-টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, উপজেলা আনসার অফিসার সাইদুর রহমান প্রমুখ।
এসময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সবিচ, সহকারী সচিব ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :