বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল এর সাথে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডলী , রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিবাকর বসাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেহেনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার সামিদুল ইসলাম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট সরকারি পাইলট নইম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, জামায়াত নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার দুলাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন, ছাত্র সমন্বয়ক তাজবিউল হাসান মুরাদ ও ইসলামী আলোচক হানজালা আল আজাদী।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :