Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হরিপুরে জন্ম মৃত্যু নিবন্ধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


দৈনিক পরিবার | গোলাম রব্বানী, হরিপুর অক্টোবর ৬, ২০২৪, ০৩:৩৩ পিএম হরিপুরে জন্ম মৃত্যু নিবন্ধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে রবিবার (৬ অক্টোম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মো. শেখ সাদী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁও, মো. রুবেল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও হরিপুর থানা অফিসার ইনচার্জ পক্ষে উজ্জ্বল সরকার (এস আই) বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশগণ। 
ইউপি চেয়ারম্যান মো, তরিকুল ইসলাম বলেন, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ এখন প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন। জন্ম ও মৃত্যুর পর প্রত্যেকে সচেতন  নাগরিককে  ৪৫ দিনের মধ্যে তথ্য প্রদান ও  সংগ্রহের জন্য আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আরিফুজ্জামান বলেন, বর্তমানে এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ সংগ্রহের জন্য আহবান জানিয়েছেন। 
তিনি  আরও বলেন, কেউ যেন এ বিষয়ে হয়রানির শিকার না হয়। জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদের খরচের তালিকা ইউনিয়ন পরিষদের সুবিধাজনক স্থানে টাঙানো নির্দেশনা প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Side banner