যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশবপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন, পূজা পরিষদের নেতা দুলাল সাহা, বনিক সমিতির প্রতিনিধি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :