Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

গাংনীতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত


দৈনিক পরিবার | গাংনী প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৮:৩৩ পিএম গাংনীতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি পালনের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নাসরিন সুলতানা নির্জনার সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, কৃষি অফিসার ইমরান হোসেন, সমাজসেবা অফিসার আরশাদ আলী, আনসার ভিডিপি অফিসার আবু সাঈদ, গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী পৌরসভার ইঞ্জিনিয়ার শামীম রেজা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

Side banner