Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা


দৈনিক পরিবার | সোনাতলা প্রতিনিধি সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৭:০৬ পিএম সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রসাশন আয়োজিত পরিষদের হলরুমে এ দিবস পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক।
তিনি বলেন, কন্যা সমাজের বোঝা নয়। উদাহরণ হিসেবে বলেন, আমরা দুইবোন। বড়বোন কাস্টমসে চাকরি করে এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত। লেখাপড়ার সুযোগে বিভিন্ন দেশ ঘুরতে পেরেছি তবে পড়াশোনা ছাড়া সম্ভব হতো না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মাকে সম্মান করতে হবে এবং বাবা-মার কথা মনোযোগ সহকারে শুনতে হবে সেই সাথে স্কুল কলেজের শিক্ষকদেরও সম্মান করতে হবে।
আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়শা সিদ্দিকা প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুকৃতি রানী ঘোষ মেয়েরা অসহায় নয়, মেয়েরা স্বাবলম্বী বিষয়টি নিয়ে কবিতা আবৃত্তি করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম।

Side banner