প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে ‘হার পাওয়ার প্রজেক্ট’ এর আওতায় দ্বিতীয় পর্যায়ের ৮০ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধা সদর উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে ও আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থি আফসানা মনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান।
উল্লেখ্য যে সদর উপজেলার নারীদের আইটি সেক্টরে দক্ষ করা ও জীবন মান উন্নয়নে আইসিটি মন্ত্রণালয় এই উদ্যোগ নেয়। এর আগে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথম ধাপে গাইবান্ধা সদর উপজেলার প্রশিক্ষণার্থির মাঝে পীরগঞ্জে ল্যাপটপ বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর গাইবান্ধা সদর উপজেলা হল রুমে গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান দ্বিতীয় ধাপে মোট ৮০ জন প্রশিক্ষণার্থির মাঝে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেন।
আপনার মতামত লিখুন :