Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসকের যোগদান


দৈনিক পরিবার | শাহিন নুরী সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৮:৪৪ পিএম গাইবান্ধায় নতুন জেলা প্রশাসকের যোগদান

গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ১২-৯-২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার  জেলা প্রশাসক হিসেবে গাইবান্ধায় যোগদান করেন। গাইবান্ধা জেলা প্রশাসকের যোগদানের আগে ৯ সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমদকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে  নিয়োগ দিয়ে আদেশ  জারি করা হয়।
এর আগে ২০ আগস্ট গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। তারপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য যে জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন প্রশাসনিক কার্যক্রম জেলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন।
এছাড়াও সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি  করে থাকেন।

Side banner