Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

গোমস্তাপুরে চলমান প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | আনোয়ার হোসেন সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৩৩ পিএম গোমস্তাপুরে চলমান প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়ামে দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে  উপজেলা প্রশাসন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, এনায়েত করিম তোকি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা ডাঃ মোঃ মিজানুর রহমান, প্রফেসর মোঃ তরিকুল ইসলাম বকুল, ছাত্র প্রতিনিধি মোত্তাকিন, মমিন, শুভ, রিদয়, হিজবুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ।

Side banner