Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান ওয়াকার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২৪, ০৭:৪০ পিএম অল্প সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান ওয়াকার

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মূল সমস্যা ছিল ঢাকায়। অল্প সময়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২৪ জুলাই) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে। আমি ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি।
এ সময় সেনা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের হয়তো আর অল্প কিছুদিন থাকতে হবে।

Side banner