Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মান্দায় তালগাছের চারা রোপণ কাজের উদ্বোধন


দৈনিক পরিবার | আল আমিন স্বাধীন জুলাই ১৫, ২০২৪, ০৪:৪৮ এএম মান্দায় তালগাছের চারা রোপণ কাজের উদ্বোধন

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় তালগাছের চারা রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর এলাকায় এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জলছত্র মোড় হতে পাঁজরভাঙ্গা রাস্তায় চলতি মৌসুমে ৪০০ তালগাছের চারা রোপণ করা হবে

Side banner