বগুড়ার ধুনটে জেলা পুলিশের আয়োজনে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ি, শিমুলবাড়ী বানিয়াজান ও কৈয়াগাড়ী গ্রামের ১৩০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ব
ন্যার্ত প্রত্যেক পরিবারের জন্য বরাদ্দ করা হয় মধ্য ৫ কেজি চাল, ৩ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ১ কেজি লবণ, গুড়, বিস্কুট ও সাবান।
এসময় বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, এস আই আব্দুল মতিন, এস আই অমিত বিশ্বাস, এস আই মোস্তাফিজ আলম, এ এস আই কুদ্দুস, এ এস আই সাখাওয়াত হোসেন, স্থানীয় সেচ্ছাসেবীদের অন্যতম সংগঠক ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ্ স্বপনসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :