Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পানছড়িতে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ


দৈনিক পরিবার | মো. চাঁন মিয়া জুলাই ১, ২০২৪, ০৪:২৯ পিএম পানছড়িতে বিনামুল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলায় মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১ জুলাই) সকাল নয়টা থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করেছিল খাগড়াছড়ি জোন। এতে এলাকার প্রায় তিন শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত উপস্থিত থেকে ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
খাগড়াছড়ি রিজিয়ন ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিষ্ট ডঃ মেজর সিয়াম জুলফিকার, ৩০ বীর খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাসনিয়া শফিক ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিদর্শী চাকমা উক্ত ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন।

Side banner