Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

মাদারগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ


দৈনিক পরিবার | মো. কামাল উদ্দিন জুন ৩০, ২০২৪, ১০:০০ পিএম মাদারগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর মাদারগঞ্জ এর আয়োজনে এবং পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর  জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা বীজ প্রত্যায়ন অফিসার মোঃ আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম  প্রমুখ।
সঞ্চালনায় উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খায়রুল বাসার।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৭৫ জন পাটচাষী প্রশিক্ষণ গ্রহণ করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Side banner