Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে লোগং জোন


দৈনিক পরিবার | মো. চাঁন মিয়া জুন ৩০, ২০২৪, ০৮:২১ পিএম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে লোগং জোন

এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোন হাতে নিয়েছে নানান জনকল্যাণমূলক কর্মসূচী। উক্ত কর্মসূচীর আওতায় লোগাং জোন (৩ বিজিবি)'র অধীনস্থ সনখোলা কোম্পানী সংলগ্ন হেলিপ্যাড নামক স্থানে রবিবার (৩০ জুন) বিকাল ৩টা থেকে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এলাকার অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এ সময় বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়। লোগাং জোন (৩ বিজিবি)'র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন।
এদিকে সনখোলা পাড়াবাসীর চাহিদার প্রেক্ষিতে বিবাহ ও নানান অনুষ্ঠানে ব্যবহারের জন্য ১শত চেয়ার, ৯৩টি প্লেট, ১শত গ্লাস ও ১০টি টেবিলসহ ডেকোরেশন সামগ্রী প্রদান করা হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন অধিনায়ক লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম উপস্থিত থেকে সামগ্রীগুলো তুলে দেন।
স্থানীয় ইউপি সদস্য সতীশ চাকমা ও কার্বারী খুকুমনি চাকমা এসব সামগ্রী গ্রহণ করেন।

Side banner