Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সৎ নির্ভীক ও কর্মঠ এসিল্যান্ড নজরুল ইসলামের বিদায়


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৪৩ পিএম সৎ নির্ভীক ও কর্মঠ এসিল্যান্ড নজরুল ইসলামের বিদায়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলামের বিদায় অনুষ্ঠিত হয়েছে। তিনি ২০২৪ সালের ৪ এপ্রিল বাঞ্ছারামপুরে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি উপজেলা জুড়ে কার্যকর ভূমিকা পালন করে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেন।
নজরুল ইসলাম নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করেন। অবৈধ বালুমহাল, অনিয়মতান্ত্রিক ডায়াগনস্টিক সেন্টার, নিম্নমানের গুড় কারখানা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ভূমি সেবার মানোন্নয়নে তিনি বিশেষ অবদান রাখেন এবং সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।
তার সততা, সাহসিকতা ও কর্মদক্ষতা বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের মনে প্রশংসার ছাপ রেখে গেছে। সদ্য বিদায়ী এ কর্মকর্তা পরবর্তী কর্মস্থলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় যোগদান করবেন।
তার বিদায়ে বাঞ্ছারামপুর প্রেসক্লাব শ্রদ্ধা ও শুভ কামনা জানিয়েছে। 

Side banner