Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৪০তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৫, ১০:৪৫ পিএম ৪০তম প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন করা হয়েছে। এতে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজকে সভাপতি এবং ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার দিনব্যাপী ভোটাভুটির মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Side banner