Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নবাবগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ মার্চ ১৩, ২০২৫, ১১:২৪ পিএম নবাবগঞ্জে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

দিনাজপুরের নবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ২০২৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল হক।
প্রস্তুতি সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা পালনে জাতীয় পতাকা উত্তোলন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা মতো সময়ে ধর্মীয় উপাসানালয়ে দোয়া আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোকসজ্জাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুরুল হুদা, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ. মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফতে, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. সেলিম রেজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধিজন।

Side banner