Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ঝিকরগাছায় মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি মার্চ ১০, ২০২৫, ১১:০০ পিএম ঝিকরগাছায় মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটা ও বালু-মাটি কাটার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। এব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অর্থদণ্ড সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ার দেয়া হয়েছে।
উপজেলা আইনশৃঙ্খলা বিষয়কসভা, মাসিক সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভায় এই হুঁশিয়ারি দেয়া হয়।
সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইফতার সামগ্রী বিক্রি করা,ভেজাল খাদ্যরোধ ও স্বাস্থ্যসম্মত খাদ্য বিপণন, অবৈধ পার্কিং, যানজট নিরসনসহ জন গুরুত্বপূর্ণ একগুচ্ছ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 
এছাড়া অযৌক্তিকভাবে পণ্যের মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করলে কৃষি বিপণন আইন ও ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনের পাশাপাশি বিদ্যমান আইনে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাসিক সভা ও সাড়ে ১১টায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। 
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, পল্লী বিদ্যুতের  ডেপুটি জেনারেল ম্যানেজার  (ডিজিএম) মোঃ গোলাম কাদির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের সদস্য ও ঝিকরগাছা প্রতিনিধি ইসমাইল হোসেন মিলন, আইসিটি অফিসার মইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল মোমিন সুমন, উপজেলা হিন্দু, বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সেলিম রেজাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ। 
সভায় উপজেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বারোপ করা হয়েছে।

Side banner