“অধিকার, সমতা, ক্ষমতান নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে শনিবার (৮ মার্চ) সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) গুঞ্জন বিশ্বাস।
শ্রীপুর উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু’র সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আওয়াল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক হুমায়ুন বিশ্বাস, এস আই রিপন দাস, নারী উদ্যোক্ত বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা বিবেকানন্দ মন্ডল টুটুল, প্রশিক্ষনার্থী মুন্নী খাতুনসহ আরোও অনেকে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, কিশোর-কিশোরী প্রকল্পের জেন্ডার প্রমোটার, শিক্ষক, শিক্ষার্থী ও জাতীয় মহিলা সংস্থা এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ।
আপনার মতামত লিখুন :