Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা


দৈনিক পরিবার | রফিকুল ইসলাম মার্চ ৮, ২০২৫, ০৮:০১ পিএম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫  উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম চত্বরে মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে দিনব্যাপী  বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 
সাইট সেভার্স এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছা, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ, সিনিয়র প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, রিফ্রাকশনিস্ট প্রহেলিকা চৌধুরী, অর্গানাইজার ইনামুল হক, ওয়ার্ড বয় নাজমুল হাসান।
বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে আগত ২৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ২৫ জন চক্ষু রোগীর ছানি  অপারেশন, ১৫০ জন চক্ষু রোগীর মাঝে ঔষধ ও ৯০ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে পাওয়ার চশমা বিতরণ করা হয়। 
৮ মার্চ  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার  সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে  শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  নুসরাত সুলতানা। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাম্মদ জেবুন নেছার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবু নাসার ফাইজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার  রহমান খন্দকার, আর ডিআরএস প্রতিনিধি অলীক রাংসা, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লা  বক্তব্য রাখেন। 
অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন যুব প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ও শিউলি আক্তার প্রমুখ ।

Side banner