“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, ২নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুশাররত জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মতিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি।
আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার ও সমতার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীদের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
আপনার মতামত লিখুন :