Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা


দৈনিক পরিবার | মো. মিজান ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:৩৫ পিএম সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার মনিটরিং অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশন ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩টি দোকানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সাতকানিয়া উপজেলার দেওদীঘি বাজার মনিটরিং মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য থাকা ও পণ্যের মজুত পরীক্ষা করে দেখা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তিন দোকানিকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ফারিস্তা করিম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Side banner