রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার ভুমি লোকমান হোসেন, ওসি তদন্ত মোস্তফা কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আর মামুন, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, প্রকৌশলী মনিরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অদক্ষ চালক দিয়ে ট্রাক্টর কাঁকড়া গাড়ীতে পরিবহন বন্ধসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্য বিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। জুয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :