Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

পাইকগাছা উপজেলা প্রশাসনের শহিদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:৪৪ পিএম পাইকগাছা উপজেলা প্রশাসনের শহিদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসারে মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রেজাউল ইসলাম, এস আই বাবলা দাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির  আহবায়ক সেলিম রেজা লাকি,  সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রভাষক আবু সাবাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন,   সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও খোরশেদ আলম। 
সভায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ, ২১ ফ্রেবুয়ারী, সকাল ৮ টায় প্রভাত ফেরী ও সকাল ১০টায় আলোচনা সভা সহ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস পালনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Side banner