৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
"খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ" এই শ্লোগানে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এবং সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সেক্রেটারী বিপুল আশরাফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্কসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং খাদ্য সংশ্লিষ্ট ব্যবসার সাথে সম্পৃক্ত প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিরাপদ খাদ্যের বিষয়ে আমাদের যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে, আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে পারি।
আপনার মতামত লিখুন :